
IELTS এর পূনরূপ হচ্ছে International English Language Testing System.
Types of IELTS
IELTS দুই ধরনের। একটি হচ্ছে Academic অন্যটি হচ্ছে General Training (GT). USA সহ উন্নত বিশ্ববিদ্যালয়ে (Post graduation, Under graduation) ভর্তির জন্য শিক্ষার্থীদের Academic IELTS পরীক্ষা দিতে হয়, আর স্বল্প সময়ের কোর্স ও ইমিগ্রেশন ইত্যাদির জন্য General Training IELTS পরীক্ষা দিতে হয়।
IELTS এর পরীক্ষার বিষয়বস্তু
Academic এবং General Training উভয় পরীক্ষায় চারটি করে থাকে reading, writing, listening এবং speaking. Academic IELTS এবং General Training IELTS এর listening এবং speaking module দুটি অভিন্ন হয়, কিন্তুু reading and writing module এ কিছুটা ভিন্নতা আছে।
- Reading Module
একজন শিক্ষার্থীকে ৬০ মিনিটের reading module এ অংশগ্রহন করতে হয়। Academic এবং general training উভয় ক্ষেত্রে তিনটি passage থাকে এবং প্রতিটি passage থেকেই বিভিন্ন ধরনের (যেমন- list of headings, fill in the blanks, true or false, multiple choice etc.) প্রশ্ন থাকে। তিনটি passage সর্বমোট প্রশ্ন থাকে ৪০ টি। সাধারনত প্রথম ও দ্বিতীয় passage এ ১৩টি করে ২৬টি এবং তৃতীয় passage এ ১৪টি প্রশ্ন থাকে। IELTS এর reading partটি সবচেয়ে কঠিন part হিসেবে বিবেচনা করা হয়।
- Writing Module
Writing module এর জন্য সময় ৬০ মিনিট। দুটি Task এর উত্তর দিতে হয়। একটি হলো Task 1 অন্যটি হলো Task 2 । Academic module এর writing task 1 এ line graph, table chart, bar diagram, pie chart, picture ইত্যাদি থেকে যে কোন একটি প্রশ্ন আসে। আর general training এ Task 1 এ থাকে letter. Task 1 এর জন্য সময় ২০ মিনিট। Task 2 এ কমপক্ষে 250 words এর essay লিখতে হয়। সাধারনত পরীক্ষায় Argumentative essay, narrative essay, problem and solution essay ইত্যাদির মধ্যে থেকে ১টি প্রশ্ন থাকে। Task 2 এর জন্য সময় ৪০ মিনিট। Academic এবং general training IELTS এর writing Task 2 সাধারনত একই ধরনের হয়ে থাকে writing task 1 ভিন্ন ভিন্ন হয়।
- Listening Module
Listening module টি ৩০ মিনিটের। এখানে ৪টি section থাকে যা একবার শুনানো হয়। Listening এ প্রশ্নগুলো প্রথম থেকে শেষ দিকে ধীরে ধীরে কঠিন হতে থাকে।প্রতিটি section হতে পারে প্রশ্নোত্তর বা স্বগতোক্তির। Listening এর প্রশ্নগুলোর উত্তর ক্যাসেট চলাকালীন সময়েই করতে হয়। সবশেষ পরীক্ষার্থীদের জন্য একটি Answer sheet এ লেখার সময় দেয়া হয়।
- Speaking Module
Speaking module এ একজন পরীক্ষার্থীর speaking skill মূল্যায়ন করা হয়।এক্ষেত্রে একজন specially trained examiner এর সাথে একজন পরীক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহন করা হয়। এখানে examiner বিভিন্ন প্রশ্ন করবে এবং পরীক্ষার্থীকে একটি Topic দিবে বলার জন্য যেটি Q card নামে পরিচিত। এই Q card এর উপর ২/৩ মিনিট বলতে হবে। তারপর কিছু follow up question করা হয়। Speaking module এর সাক্ষাৎকারটির সময় ১০/১৫ মিনিট।
IELTS পরীক্ষার Marking Scale
IELTS এর প্রতিটি module আলাদা আলাদাভাবে marking করা হয় 1 থেকে 9 পযর্ন্ত স্কেলে। এই Band Score গুলো নিদিষ্ট marking guideline অনুযায়ী করা হয়। এক্ষেত্রে নিম্ন বৈশিষ্ট্যগুলো অনুসরন করা হয়-
- Non user
- Intermittent user
- Extremely limited user
- Limited user
- Modest user
- Competent user
- Good user
- Very good user
- Expert user
IELTS Score এর validity হলো দুই বছর।
Band Score
IELTS করে ভালো মানের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে 6.5 বা তার বেশি Band Score এর প্রয়োজন। Diploma এরজন্য নুন্যতম Band Score হলো 5.5.। Engineering, Medical Science & PhD করার জন্য IELTS এ 7.0 বা তার বেশি score থাকতে হয়।
IELTS Exam Authority
Cambridge University & Australian Education Provider (IDP) এর যৌথ উদ্যোগে IELTS পরীক্ষা নেয়া হয়।সারা পৃথিবীতে এই পরীক্ষা পরিচালনা করে British Council বা IDP মনোনীত কোন প্রতিষ্ঠান।
IELTS Writing (Task 2)
Argumentative Essays
IELTS এ সাধারনত তিন থেকে চার ধরনের writing পরীক্ষা আসে। এর মধ্যে সবচেয়ে বেশি আসে Argumentative essay যার সূচনায় আপনাকে একটা অবস্থান তুলে ধরতে হবে এবং অবশিষ্ট অংশ জুড়ে তা প্রমান করতে হবে। Argumentative essay গুলো নিম্নলিখিত ভাবে হয়-
- Do you agree or disagree?
- To what extent do you agree or disagree?
- Choose a position and support it with examples.
- What is your opinion? Support it with examples.
- How do you respond to this claim?
- Format of argumentative essay
Introduction :
The discussion about whether or not Topic is very controversial one. There are people on both sides of the arguments who have very strong feelings and reasoning in favour of their arguments though my inclination goes in favour / against the statement.
অথাৎ পক্ষে থাকলে in favour আর বিপক্ষে থাকলে against লিখতে হয়।
First Para
There are a number of good reasons that can compel one to go in favour of the statement. First and foremost, ……………………………. For example, ……………………………………………………………………… Besides, ……………………………………………………………………………..
As an example, …………………………………………………………………..
Last but not least/Moreover, …………………………………………………
To cite an example, ……………………………………………………………
Second Para
There are, however, some arguments against this which I am going to discuss now.
Initially, ………………………………………………………………………………
For instance, ………………………………………………………………………..
Again, ………………………………………………………………………………..
To illustrate, ………………………………………………………………………..
In addition, ………………………………………………………………………….
As an illustration, ………………………………………………………………..
Conclusion :
In conclusion, after analyzing both the sides, I would like to restate my opinion that I am in favour/against the statement. I think what I have stated in this essay emphasizes this point and requires no more discussion.
Discussion Essay
Discussion essay কোন argument এর positive এবং negative sides বিশ্লেষন করে। এক্ষেত্রে মতামত দিতে হবে conclusion এ। discussion essay সাধারনত শুরু হয় নিম্নলিখিত ভাবে-
- Analyze both sides of the claim to a conclusion.
- How do opinions differ on this subject?
- Discuss both sides of this argument, include personal examples where necessary.
- What are the advantages and disadvantages of putting this before coming argument into practice? Discuss them before delivering your conclusion.
- Look at all sides of this argument.
- Format of discussion essay Introduction
It has been suggested that first part of topic while others oppose the idea and opine that second part of topic Of course, both the viewers have strong feelings in favour of their arguments. In this essay, I will go deep into the matter before drawing my opinion.
First Para
There are a number of good reasons why some scholars opine that first part of the topic First and foremost, ………………………
For example, ……………………………………………………………………….
Besides, ……………………………………………………………………………… As an example, …………………………………………………………………..
Last but not least/Moreover, ………………………………………………… To cite an example, …………………………………………………………..
Second Para
On the other hand, some intellectuals/people think that second part of the topic Initially, ……………………………………………………
For instance, …………………………………………………………………….
Again, ………………………………………………………………………………
To illustrate, ………………………………………………………………………..
In addition, ………………………………………………………………………….
As an illustration, …………………………………………………………………
Conclusion
After analyzing both the views it is quite difficult to take stand in favour of a side (যেকোন একটি পক্ষে যাওয়া কঠিন) because we are benefited from both sides of the tropic. However I think one part of the topic overweighs the benefits of the other one.